Search Deposits

সঞ্চয়শীলতা ও ঋণ দানের মাধ্যমে দারিদ্র বিমোচন, আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এই শ্লোগানকে সামনে রেখে শরীয়াহ এর আলোকে “সার্চ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” পরিচালিত।

অর্থনৈতিক ক্রমবিকাশের লক্ষ্যে লাভজনক বিনিয়োগ ও নানাবিধ সঞ্চয় স্কীমের আওতায় সমিতির উপ-আইন অনুসারে ফাইন্যান্স ও মাইক্রোক্রেডিট পদ্ধতির এক অনন্য ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হলো সার্চ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।

সার্চ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সঞ্চয় প্রকল্প-২ এর বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো।

সঞ্চয় প্রকপ্ল-2 এর বৈশিষ্ঠ:

  1. সর্বনিম্ন ১০,০০০ টাকা অথবা এর গুনীতক যে কোন পরিমান টাকা সঞ্চয়ের সুবিধা।
  2. সঞ্চয় প্রকপ্ল হবে ১ থেকে ৫ বছর মেয়াদি।

 

সঞ্চয়কারীর যোগ্যতাঃ

সমবায় সমিতি আইন , বিধিমালা ও উপ-আইন মোতাবেক।

 

 

শর্তাবলীঃ

  1. একজন বাক্তি একাধিক পরিকল্প খোলতে পারবেন তবে শর্ত থাকে যে একজন সঞ্চচয়কারীর সর্বোচ্চ সঞ্চয় হবে ১০০০০০০ টাকা বা দশ লক্ষ টাকা।
  2. একজন নমিনি মনোনীত করতে হবে যিনি সদস্য এর মৃত্যুর পর সকল দায় দায়িত্য ও অধীকার বহন করিবেন।
  3. মেয়াদ পুর্ন হওয়ার আগে সঞ্চয়ের টাকা উঠানো যাবে না তবে বিশেষ কারনে কেউ উঠাতে চাইলে সঞ্চয়ের আনুপাতক হারে লভ্যাংশ সহ মুল টাকা ফেরত দেওয়া হবে
  4. সঞ্চয়কারীকে সমিতির সদস্য ফরম পুরন করিতে হবে।

১০০,০০০ টাকার বিপরীতে সঞ্চয়ের সম্ভাব্য মুনাফা ও মেয়াদের পরিমান নিম্নোক্ত ছকে দেখানো হলো-

 মেয়াদ ১ বছর ২ বছর ৩বছর ৪ বছর

 

৫ বছর

 

% লাভ ১৪.৪% ১৫% ১৫.৬% ১৬.২% ১৬.৮%
প্রতি বছর ১৪৪০০ ১৫০০০ ১৫৬০০ ১৬২০০ ১৬৮০০
প্রতি মাস ১২০০ ১২৫০ ১৩০০ ১৩৫০ ১৪০০

 

 

All for Joomla All for Webmasters